শনিবার   ১৮ অক্টোবর ২০২৫   কার্তিক ৩ ১৪৩২   ২৫ রবিউস সানি ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৭

 শিক্ষকদের ন্যায্য দাবির সঙ্গে বিএনপি নীতিগতভাবে একমত: তারেক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫  

শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান **তারেক রহমান**। তিনি বলেছেন, বিএনপি নীতিগতভাবে শিক্ষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে তাদের আর্থিক নিরাপত্তা ও চাকরির স্থায়িত্ব নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।

 

শনিবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

 

তারেক রহমান বলেন, “সম্মানিত শিক্ষকদের সমাবেশে অনেকের বক্তব্যে চাকরি জাতীয়করণের বিষয়টি এসেছে। কেউ কেউ এমপিওভুক্তির প্রসঙ্গ তুলেছেন। এছাড়া বেসরকারি শিক্ষকদের আরও কিছু যৌক্তিক দাবি রয়েছে। দেশের একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি এসব ন্যায্য দাবির সঙ্গে নীতিগতভাবে একমত।”

 

তিনি আরও বলেন, “বিএনপি অতীতেও ক্ষমতায় থাকাকালে শিক্ষকদের অধিকাংশ দাবি পূরণ করেছে। আমরা জানি, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষকদের আর্থসামাজিক নিরাপত্তা নিশ্চিত না হলে জাতির কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।”

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিশ্রুতি দিয়ে বলেন, “জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো, চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার জন্য ইনশাআল্লাহ উচ্চ পর্যায়ের কমিশন গঠন করা হবে।”
 

 

এই বিভাগের আরো খবর